রানের খাতা খুলতে ব্যর্থ দশজন ব্যাটসম্যান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) দুঃস্বপ্নের সময় কাটছে মালদ্বীপের। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৬ রানে। সেই ম্যাচে ১০ উইকেট হেরেছিল মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ নারী দল।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালদ্বীপ অল আউট হয় ৩০ রানে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানেই শেষ হয় মালদ্বীপের ইনিংস।

শনিবার (৭ ডিসেম্বর) পোখারায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হয় দলটি। তারা এবারও দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। দলটি অল আউট হয়েছে মাত্র ৮ রানে। ১০ জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি।
৭ রানই এসেছে অতিরিক্ত থেকে। ৩ রান এসেছে ওয়াইড থেকে। বাকি তিন রান এসেছে বাই থেকে। ওপেনার আইমা আইশাথের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১ রান। বাকি ১০ জন রানের খাতা খুলতে পারেননি।
অবশ্য এর মধ্যে শাম্মা আলী অপরাজিত ছিলেন কোনো রান না করেই। মালদ্বীপের দেয়া ৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নেপালের মেয়েরা জয় পেয়েছে ১ ওভার ১ বল খেলেই। এই ম্যাচে ১০ উইকেটের জয়ে ব্রোঞ্জ পদক জিতেছে স্বাগতিক দলটি।