promotional_ad

চোখ বিপিএলে, পরিকল্পনা বিশ্বকাপের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) অনেক বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০২০ বিশ্বকাপের আগে এবারের বিপিএল বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক। যে কারণে খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাস তিনেক আগে। আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ভারতের মাটিতে এই ফরম্যাটে তিনটি ম্যাচ খেলেছে ব???ংলাদেশ। যদিও এই দুটি সিরিজে ক্রিকেটারদের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাননি নির্বাচকরা।



promotional_ad

যে কারণে এবারের বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন মিনহাজুল আবেদীন। জাতীয় দলে যে সকল পজিশনে পারফরম্যান্সের ঘাটতি আছে, সে সকল ঘাটতি এবারের বিপিএল দিয়ে মিটে যাবে বলে আশাবাদী প্রধান নির্বাচক।


নান্নু বলেন, ‘এই বিপিএলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচও আছে। ওইখানে পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু জায়গায় আমাদের সীমাবদ্ধতা আছে।'


‘এগুলো নিয়ে আমরা কাজ করছি। টিম ম্যানেজমেন্ট আমরা সবাই চাচ্ছি এইসব জায়গায় কিছু প্লেয়ারের পারফরম্যান্স। এই বিপিএলটা ওই জায়গাগুলো দেখব। কিছু প্লেয়ার যদি এখান থেকে আমরা পেয়ে যাই, আমাদের জন্য প্লাস পয়েন্ট।’ যোগ করেন প্রধান নির্বাচক।



এবারের বিপিএলকে স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন মিনহাজুল আবেদীন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে থেকে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে পারবে বলে বিশ্বাস তাঁর। 


নান্নু আরও বলেন, ‘অনেকগুলো ভালো প্লেয়ার আসছে। তাদের সঙ্গে আমাদের স্থানীয় প্লেয়ারদের এটা বড় সুযোগ নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। এই ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটের শর্টার ভার্সন খেলা, এখানে এমনভাবে মিশে যেতে হয়, যেন প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ কাজ করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball