এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে সৌম্য-শান্তরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কিরতিপুরে সাউথ এশিয়ান গেমস (এসএ) পুরুষদের ক্রিকেট ইভেন্টে স্বাগতিক নেপালকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে সৌম্য সরকারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
টানা তিন ম্যাচ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পয়েন্ট তালিকার শীর্ষে আছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ জেতা শ্রীলঙ্কা নেট রান রেটে বাংলাদেশ থেকে এগিয়ে আছে।
শান্ত এবং আফিফ হোসেনের লড়াকু হাফ সেঞ্চুরিতে নেপালের বিপক্ষে ছয় উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে নয় উইকেটে ১১১ রান করে স্বাগতিকরা।

নেপালের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক গায়ান্ড্রা মাল্য। তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউই। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার এবং মেহেদী হাসান।
এ দিন টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতেই হোঁচট খায় তারা। দলীয় ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ।
ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার- দুজনেই ফিরে যান ছয় রান করে। এরপর সাইফ হাসান ফিরে যান কোনও রান না করেই। ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে দিয়ে দলের রান বাড়াতে থাকেন শান্ত।
কিন্তু দলীয় ৫৯ রানে ফিরে যান রাব্বিও (১৪)। তারপর আফিফের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন শান্ত। দেখেশুনে খেলে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি।
ইনিংসের শেষ ওভারে ফিরে যাওয়ার আগে আফিফের ব্যাটে আসে ৫২ রান। ২৮ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।
অপরদিকে শান্ত অবশ্য শেষ পর্যন্ত ছিলেন। চারটি ছক্কা এবং চারটি চারে ৬০ বলে ৭৫* রান করেন তিনি। স্বাগতিকদের হয়ে পরশ খাদকা তিনটি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ ১৫৫/৬ (২০ ওভার)
(শান্ত ৭৫*, আফিফ ৫২; খাদকা ৩/১৫)
নেপালঃ ১১১/৯ (২০ ওভার)
(মাল্য ৪৩; তানভির ২/২০, সৌম্য ২/২০, সুমন ২/২১, মেহেদী ২/৩০)