promotional_ad

জুনায়েদ খানকে দলে ভিড়িয়েছে রংপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন জুনায়েদ খান। রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএল খেলবেন পাকিস্তানি এই পেসার। দলটির পরিচালক আকরাম খান বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন। 


বিপিএলের পরিচিত মুখ জুনায়েদ খান। এর আগে দুই আসরে খুলনা টাইনান্সের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। বৃহস্পতিবার টুইটারে রংপুরে যোগ দেয়ার বিষয়টি জানান জুনায়েদ। সেখানে তিনি লেখেন, ‘আমি সব সময় ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকি। এবার রংপুরের হয়ে খেলব আশা করছি, নিজের সেরাটা দিতে পারব।’


একই দিন শাই হোপের বদলি হিসেবে মোহাম্মদ শাহজাদের সঙ্গে চুক্তি করেছে রংপুর। যদিও আচরনবিধি ভঙ্গ করায় এই ব্যাটসম্যানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এএফসি)।



promotional_ad

শাহজাদের মুক্তি মিলবে আগামী বছরের আগস্টে। আকরাম খান এই বিষয়ে ক্রিকফ্রেঞ্জিকে বলেন, `শাহজাদ নিষিদ্ধ হলেও টি-টোয়েন্টি লিগ খেলতে কোনো বাঁধা নেই তার।’


জুনায়েদ খান ছাড়া বিদেশিদের মধ্যে রংপুর দলে আছেন মোহাম্মদ নবি, ক্রিস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্টরা। এ ছাড়া দেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদরা আছেন এই দলে।


রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ


দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা ও রিশাদ হোসেন।



বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবি, ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ও ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ, জুনায়েদ খান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball