নেপালে শান্ত-সৌম্যদের দ্বিতীয় প্রতিপক্ষ ভুটান

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসের (এসএ) ক্রিকেট ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার (৬ ডিসেম্বর) নেপালের কাঠমান্ডুতে লড়বে দুই দল।
এসএ গেমসে ভালো শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে তাঁরা। স্বর্ণ জয়ের পথে একধাপ এগিয়ে গেছে দলটি। এবার ভুটানকে হারিয়ে আরও একধাপ এগিয়ে যাওয়া লক্ষ্য সৌম্য সরকার, আফিফ হোসেনদের।

সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপেও দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ফাইনাল খেলেছে দলটি। তবে ঘরের মাঠের টুর্নামেন্টটির শিরোপা নিজেদের করে নিতে পারেননি সৌম্য-শান্তরা।
নেপালে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে অনূর্ধ্ব-২৩ দল। সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে দলটি।
এখন পর্যন্ত এসএ গেমসে দুটি ম্যাচ খেলেছে ভুটান। একটি ম্যাচেও জিততে পারেনি দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ এবং নেপালের বিপক্ষে ১১৪ রানে হেরেছে তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলী চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মানিক খান, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা ও হাসান মাহমুদ।