promotional_ad

বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বিপিএলঃ মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে বুধবার থেকে দলীয়ভাবে অনুশীলন শুরু করেছে দলগুলো। প্রথম দিন সকালে অনুশীলন করেছে ঢাকা প্লাটুন এবং রংপুর রেঞ্জার্স। এরপর বিকেল তিনটা নাগাদ বিসিবির একাডেমি মাঠে অনুশীলনের জন্য হাজির হয় সিলেট থান্ডার।


দলের বিদেশি খেলোয়াড়রা অনুশীলনে না থাকলেও দেশিদের নিয়ে বিপিএল মিশন শুরু করেছে সিলেট। বুধবারের অনুশীলনে দেশিদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজীসহ বেশ কয়েকজন ক্রিকেটার।



promotional_ad

৮ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন কোচ হার্শেল গিবস। দলের সব বিদেশি ক্রিকেটারসহ ৯ ডিসেম্বর ঢাকায় থাকবেন এই প্রোটিয়া কোচ। এ ছাড়া সিলেটের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার ইমরান।


আসন্ন বিপিএলকে ক্রিকেটারদের ফর্মে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সিলেট থান্ডারের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এ ছাড়া দেশের সবচেয়ে জনপ্রিয় এই আসর থেকে সেরা খেলোয়াড়রা উঠে আসে বলে মনে করছেন তিনি।  


যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তাই বিপিএলে ভালো করার লক্ষ্য স্থির করেছেন এই তরুণ। মোসাদ্দেক বলেন, ‘বিপিএল খেলোয়াড় তৈরির জন্য বড় একটি মঞ্চ। যারাই ভালো খেলবে, তাদেরই জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। বিপিএলে ভালো করার চেষ্টা থাকবে।’



‘বিপিএলটা হচ্ছে বড় মঞ্চ পারফর্ম করার। সব প্লেয়ারই চায় এখানে ভালো করতে, আমরাও এর বাইরে নই। এটা সব সময়ই থাকে, বিপিএলটা বড় একটা মঞ্চ, আমাদের জন্য বড় একটা সুযোগ পারফরম্যান্স করার, নিজেকে প্রমাণ করার, সেই চেষ্টাটাই থাকে।’ যোগ করেন মোসাদ্দেক। 


১১ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট থান্ডার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball