promotional_ad

নেপালকে উড়িয়ে ফাইনালে জাহানারা-সালমারা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ এশিয়ান গেমসে (এসএ) মেয়েদের ক্রিকেট ইভেন্টে নেপালের মেয়েদের পাত্তাই দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। পোখারাতে স্বাগতিক নেপালকে দশ উইকেটে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল।


টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নেপালের মেয়েদের মাত্র ৫০ রানে অলআউট করেছে জাহানারারা। এরপর ব্যাটিংয়ে নেমে ৭.৪ ওভারে এই লক্ষ্য অতিক্রম করেছে বাংলাদেশ।



promotional_ad

দুই ওপেনার মুরশিদা খাতুন এবং আয়শা রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে, ৭৪ বল এবং সবগুলো উইকেট হাতে রেখেই জয় পায় মেয়েরা। মুরশিদা ২৪ বলে ২৩ এবং আয়শা ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।


এর আগে রাবেয়া খান এবং জাহানারা আলমদের তোপের মুখে সুবিধা করতে পারেননি নেপালের মেয়েরা। আট রান খরচায় চার উইকেট নেন রাবেয়া। দুই রান খরচায় দুই উইকেট নেন জাহানারা। এ ছাড়া অধিনায়ক সালমা খাতুন, নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন।


নেপালের মেয়েদের মধ্যে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল তিনজন। সনু খাদকা ১২, অধিনায়ক রুবিনা বেলবাসী ১৩ ও ইন্দু বার্মা ১০ রান করেন। উল্লেখ করার মতো রান করতে পারেননি আর কেউই।



এসএ গেমসে এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে জাহানারারা (৫ ডিসেম্বর)। শেষ ম্যাচ হারলেও ফাইনাল নিশ্চিত মেয়েদের।


সংক্ষিপ্ত স্কোরঃ
নেপাল নারী দলঃ ৫০/১০ (১৯.২ ওভার)
(বেলবাসী ১৩; রাবেয়া ৪/৮, জাহানারা ২/২)
বাংলাদেশ নারী দলঃ ৫১/০ (৭.৪ ওভার)
(মুরশিদা ২৩*, আয়শা ২৬*)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball