promotional_ad

লঙ্কানদের দায়িত্ব নিচ্ছেন আর্থার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।


তাঁর সঙ্গে লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন গ্র্যান্ট ফ্লাওয়ার, বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ডেভিড সাকেরকে এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। সকলের সঙ্গেই ২ বছরের চুক্তি করেছে শ্রীলঙ্কা।


লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী বলেছেন, 'তারা সকলেই ২ বছরের চুক্তিতে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।'


promotional_ad

জানা গেছে, শুধু মাত্র ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন জিম্বাবুয়ের সাবেক তারকা ফ্লাওয়ার। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি।


গত ৮ বছরে শ্রীলঙ্কা দলের ১১তম কোচ আর্থার। ২০১৬ সাল থেকে ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর আর্থারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় পাকিস্তান।


তাঁর অধীনে বেশ কিছু সাফল্য রয়েছে পাকিস্তানের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর্থারের অধীনে জেতে সরফরাজ আহমেদরা। টেস্ট এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ছিল পাকিস্তান।


শ্রীলঙ্কা দলের দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন ফ্লাওয়ার। পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যান। যে কারণে আর্থারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাঁর।


অস্ট্রেলিয়ান কোচ ডেভিড সাকের গত ১০ বছরে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বোলিং কোচ ছিলেন। চলতি বছরের শুরুতে আমেরিকার বোলিং কোচের হিসেবে কাজ করেছেন তিনি।


ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া ম্যাকডারমটের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার হাত ধরে চুক্তি হয় শ্রীলঙ্কার। সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাই পারফরম্যান্স দলের কোচ ছিলেন তিনি। প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান।


নতুন কোচিং স্টাফ নিয়োগ দিলেও চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে এখনও চুক্তি রেখেছে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball