ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ মোবাইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম এবং তৃতীয় বিভাগ ক্রিকেটে কড়া নিয়ম চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিং রুমে দলের ম্যানেজার ছাড়া আর কোন ক্রিকেটার, কোচ, অফিসিয়ালসদের মোবাইল ফোন বহন করায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ইতোমধ্যে ক্লাব কর্মকর্তাদের এই বিষয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। মঙ্গলবার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি সম্পূর্ণ নতুন ক্লাব কর্মকর্তাদের কাছে। খানিকটা চমকে গিয়ে এক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ নতুন তাদের কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্লাব কর্মকর্তা জানান, `আমরা এর আগে এমন নোটিশ কখনো পাইনি। হতে পারে তৃতীয় বিভাগ ক্রিকেটে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।`
সিসিডিএম থেকে ২ ডিরেসম্বর সোমবার এই নিষেধাজ্ঞাই জারি করা হয়েছে। সিসিডিএমের এক কর্মকর্তা এই বিষয়ে বলেন, `দেশের ক্রিকেটের মান রক্ষার্থে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।`
গেল ১৭ নভেম্বর ফতুল্লায় কামরাঙ্গীর চর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ঢাকা রয়্যাল ক্রিকেটার্স। ম্যাচটি ছিল রেলিগেশনের ভাগ্য নির্ধারণী। কিন্তু ম্যাচ আম্পায়ারের পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদে এক দলের প্রতিবাদটা রীতিমত সাড়া জাগিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরই প্রেক্ষিতে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার দায়ে ঢাকা রয়্যাল ক্রিকেটার্সের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়দের শাস্তির আওতায় আনা হয়েছে।
তবে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ ওঠা আম্পায়ারদের বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবারের শুনানিতে রয়্যাল ক্রিকেটার্সের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়রা অভিযোগ মেনে দিলে তাঁদের শাস্তি দেয় বোর্ড।