promotional_ad

মহসিনদের ২১টি স্পোর্টস হুইল চেয়ার দিল বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলকে ২১টি স্পোর্টস হুইল চেয়ার দেয়া হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরই) আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার অধিনায়ক মোহাম্মদ মহসিনকে হুইল চেয়ার বুঝিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 


নতুন হুইল চেয়ার নিয়ে ১৬ ডিসেম্বর ভারতের উত্তরখন্ডে চার জাতির একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে মহসিনের দল। ২০-২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও নেপাল।



promotional_ad

এর আগে ৫ ডিসেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। নতুন চেয়ার পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মোহাম্মদ মহসিন। 


মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘সাধারণ হুইল চেয়ার দিয়েই আমরা ক্রিকেট খেলে এসেছি। সমস্যা হতো রানিং বিটুইন দ্য উইকেটে। হুইল চেয়ারের গতি মন্থর হওয়ায় ১ রানের বেশি নেয়া কষ্টকর হতো। স্পোর্টস হুইল চেয়ার খুবই দ্রুত গতির। এখন ১ রানকে আমরা ডাবল বানাতে পারব।’


চেয়ার বুঝে নিতে বিসিবিতে এসেছিলেন হুইল চেয়ার দলের পাঁচ সদস্য। এ সময় বিসিবি ও সিআরআইকে ধন্যবাদ জানিয়ে মহসিন আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ উন্নতমানের হুইলচেয়ার দেয়ার জন্য।’



মোহাম্মদ মহসিনের নেতৃত্বে এখন পর্যন্ত ৫টি টুর্নামেন্টে অংশ নিয়ে ২টিতে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাকি তিনটিতে রানার্স আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন মহসিন-নূর মোহাম্মদরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball