বিপিএলের সময়সূচিতে পরিবর্তন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পরিবর্তন এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচিতে। পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা দেরিতে শুরু হবে ম্যাচ।
১১ই ডিসেম্বর পর্দা ওঠবে এবারের আসরের। যেখানে প্রথম ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। যা পূর্ব নির্ধারিত সময়ে শুরু হওয়ার কথা ছিল সাড়ে ১২টায়।

দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। পূর্ব নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টা ২০ মিনিটে। অর্থাৎ আগের সময়ের চেয়ে এক ঘন্টা দশ মিনিট পর শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।
শুক্রবারের ম্যাচের সূচিতে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্ব নির্ধারিত সময় বেলা ২টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স।