বিসিবি থেকে সায়মন হেলমটের পদত্যাগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সায়মন হেলমট। বিসিবির হাই পারফম্যান্স ইউনিটের সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর শনিবার বিসিবি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।
বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে হেলমট নিজেই নিশ্চিত করেছেন। মূলত পারিবারিক কারণে এই দায়িত্ব থেকে সরে এসেছেন হেলমট। হাইপারফরম্যান্স দল, এ দল, বয়স ভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন এই অজি কোচ।

ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার সুযোগ এলে তা বিবেচনায় আনবেন বলেও জানিয়েছেন হেলমট। ক্রিকফ্রেঞ্জিকে হেলমট বলেন, `খুব ইচ্ছে ছিল বাংলাদেশের সঙ্গে আরও দীর্ঘদিন কাজ করার কিন্তু পারিবারিক কারণে আমাকে চলে যেতে হচ্ছে।'
`ভবিষ্যতে এমন আরও সুযোগ এলে আর সব ঠিক থাকলে আমি বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবো। এখানে সকলের সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগ করেছি। বিশেষ করে এইচপি দল এবং এ দলের সঙ্গে।'
২০১৬ সালের জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হন হেলমট। সাড়ে তিন বছর এখানে কাজ করার পর দায়িত্ব ছাড়লেন এই অজি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের প্রধান কোচের পদেও কাজ করেছেন তিনি।
নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নাঈম শেখ, সাদমান ইসলাম অনিকদের মতো খেলোয়াড়রা এইচপি দলে হেলমটের অধীনে দীক্ষা নিয়েছেন। এছাড়া তার অধীনে এ দল এবং এইপি দলের সাফল্য এসেছে অনেক।