৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে নেমে ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। চলমান টেস্ট ম্যাচে ব্যাটিং করার এক পর্যায়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার বিরল রেকর্ডটি এখন স্মিথের দখলে।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা স্মিথ নিজের ৭০তম টেস্ট ম্যাচের ১২৬তম ইনিংসে সাত হাজার রানের সীমানা পার করেছেন। এর আগে সবচেয়ে কম ইনিংসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েন ওয়ালি হ্যামন্ড।

ইংলিশ এই কিংবদন্তি ক্রিকেটার ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। সেটি ছিল তাঁর ৮০তম ম্যাচ এবং ১৩১তম ইনিংস। ম্যাচ এবং ইনিংস সংখ্যার বিবেচনায় এবার এই রেকর্ডটি ভাঙলেন স্মিথ।
চলতি ইনিংসে নামার আগে সাত হাজার রান থেকে ২৩ রান কম ছিল স্মিথের। গোলাপি বলের ম্যাচে খেলতে নেমে অনায়সেই ২৩ রান অতিক্রম করেন স্মিথ। পাকিস্তানের মোহাম্মদ মুসার বলে পুল করে টেস্টে সাত হাজার রান পূর্ণ করেন তিনি।
টেস্টে সাত হাজার রান পূর্ণ করতে বিরেন্দর শেহওয়াগের ১৩৪, শচিন টেন্ডুলকারের ১৩৬ এবং গ্যারি সোবার্সের ১৩৮ ইনিংস লেগেছে।
এদিকে চলতি ম্যাচে আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন স্মিথ। টেস্টে স্বদেশী কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের করা ৬,৯৯৬ রানের মাইলফলকটিও ছাড়িয়ে গেছেন তিনি।