promotional_ad

পাঁচেই খুশি মুশফিক

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের অভিজ্ঞ এবং তরুণ ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও প্রশ্ন জেগেছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পাঁচ নম্বরে ব্যাটিং করা নিয়ে। কলকাতা টেস্টের প্রথম দিন শেষে জানা গেল, পাঁচ নম্বরে ব্যাটিং করেই সন্তুষ্ট মুশফিক। সাংবাদিকদের এমনটা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


দলে সাকিব আল হাসান বা তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই। তারপরেও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মোহাম্মদ মিঠুনকে চার নম্বর পজিশন ছেড়ে দিয়ে পাঁচ নম্বরে নামছেন মুশফিক।


promotional_ad

শুক্রবার কলকাতায় ডমিঙ্গো বলেন, 'মুশফিক পাঁচে ব্যাটিং করে অনেক খুশি। মিডল অর্ডারকে সে আরও অভিজ্ঞতা সম্পন্ন করে তোলে। মিঠুনের মতো একজন তরুণ ক্রিকেটারকে সে টপ অর্ডারে সুযোগ দিচ্ছে।'


ইন্দোর টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪৩ ও ৬৪ রান করলেও কলকাতায় খেলা একমাত্র ইনিংসে শুন্য রানে ফেরেন টেকনিক অনুযায়ী বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান।


এই তিন ইনিংসে মিঠুন করেছেন যথাক্রমে ১৩, ১৮ এবং শুন্য রান। ডমিঙ্গো অবশ্য মিঠুনের টেকনিকের ওপরেই ভরসা করছেন।


তিনি আরও বলেন, 'বাংলাদেশের ক্রিকেটে মিঠুনের দারুণ ভবিষ্যৎ আছে। সে মাত্র ৬-৭টি টেস্ট খেলেছে। টেকনিক অনুযায়ী সে দারুণ একজন ক্রিকেটার। এ কারণে আমরা তাঁকে চারে খেলাচ্ছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball