ইতিহাসের চতুর্থ বদলি ক্রিকেটার মিরাজ!

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ব্যাটিংয়ে নেমে মাথায় আঘাত পান উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ম্যাচ রেফারির অনুমতি পেয়ে তাঁর বদলি খেলোয়াড় হিসেবে কলকাতা টেস্ট খেলছেন মেহেদী হাসান মিরাজ।
ক্রিকেটে 'কংকাশান সাব' এর নিয়ম চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত অ্যাশেজ সিরিজে প্রথমবার এই নিয়মে খেলেছিলেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশানে। ব্যাটসম্যান স্টিভেন স্মিথ মাথায় আঘাত পেলে ল্যাবুশানেকে নামায় অস্ট্রেলিয়া।

ইতিহাসের চতুর্থ বদলি ক্রিকেটার হিসেবে খেলছেন মিরাজ। চলতি বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোর বদলি হিসেবে খেলেছেন জারমাইন ব্ল্যাকউড। এ ছাড়া রাঁচিতে দক্ষিণ আফ্রিকার ডিন এলগারের বদলি ছিলেন থিউনিস ডী ব্রুইন।
যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বদলি ক্রিকেটার হতে হবে ‘লাইক ফর লাইক’। অর্থাৎ ব্যাটসম্যানের জন্য ব্যাটসম্যান, বোলারের জন্য বোলার। বাংলাদেশের স্কোয়াডে কোনো ব্যাটসম্যান না থাকায় অলরাউন্ডার মিরাজকে খেলার অনুমতি দেয়া হয়।
ইনিংসের ২১তম ওভারে মোহাম্মদ শামির বাউন্সার মাথায় এসে লাগে লিটনের। সঙ্গে সঙ্গে মাঠে নেমে আসেন বাংলাদেশের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান লিটন। কিন্তু পরের ওভারে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। ম্যাচ রেফারি স্ক্যান রিপোর্ট যাচাই করে মিরাজকে বদলি হিসেবে খেলার অনুমতি দেন।