promotional_ad

মাশরাফিদের বোলিং কোচ সৈয়দ রাসেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সৈয়দ রাসেল। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক এই পেসারকে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাসেল নিজেই।


ঢাকার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চাওয়াতেই এই দায়িত্ব কাঁধে নিয়েছেন দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রাসেল। তিনি বলেন, `বিপিএলে ঢাকা প্লাটুনের বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আমাকে।


এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে সালাউদ্দিন ভাই আমাকে প্রস্তাব দিয়েছিলেন এই ব্যাপারে, আমি রাজি হয়েছি। এবারই প্রথম কোচ হিসেবে কোনো দলের সঙ্গে কাজ করতে যাচ্ছি।`



promotional_ad

বালাদেশের হয়ে ৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাসেল। ২০০৮ সালে দেশের ???য়ে সর্বশেষ ওয়ানডে এবং ২০১০ সালে সর্বশেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছিলেন ৩৫ বছর বছর বয়সী এই বাঁহাতি পেসার।


জাতীয় দলের সাথে ঘরোয়া ক্রিকেটেও দল উপেক্ষিত দেশের হয়ে ৬টি টেস্ট খেলা রাসেল। মাঝে আমেরিকায় সেখানকার বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন তিনি। এবার বিপিএল দিয়ে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার।


ঢাকা প্লাটুনে একসময়ের বাংলাদেশ দলের সতীর্থ মাশরাফি বিন মর্তুজার বোলিং কোচ কাজ করবেন রাসেল। বিদেশীদের মধ্যে থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজদের মতো তারকাদেরও বোলিং দীক্ষা দেবেন তিনি।


১১ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল। যে কারণে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।



ঢাকা প্লাটুন স্কোয়াডঃ


দেশি: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলি অনিক।


বিদেশি: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শাহিদ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball