promotional_ad

বাংলাদেশকে গুড়িয়ে দেয়ার কৌশল জানালেন শামি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলতে নামছে ভারত। শুক্রবার (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া এই টেস্টের আগে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। 


প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করেন তিনি। ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ না করলে তাদেরকে বাউন্সার দিয়ে আরো নাস্তানাবুদ করার চেষ্টা করেন ২৯ বছর বয়সী এই পেসার। 



promotional_ad

দ্বিতীয় টেস্টের আগে শামি বলেন, 'একজন বোলার যেটা করতে পারে সেটা হলো উইকেটের দিকে নজর রাখতে পারে এবং এটা কেমন আচরণ করছে সেটা খেয়াল করতে পারে। তাই আমি যেটা করি সেটা হলো নিজেকে একটা তাগিদ দেই এবং যখন দেখি যে ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্য বোধ করছে না তখন আমি বাউন্সার দেই, তখন লেন্থ পরিবর্তন হতে থাকে।' 


ইন্দোর টেস্টে ভারতের কাছে একেবারেই পাত্তা পায়নি সফরকারী বাংলাদেশ। ব্যাটিং,বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই বিরাট কোহলিদের কাছে পরাস্ত হয়েছে তারা। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচাইতে বেশি ভুগিয়েছেন শামি। 


দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নেন এই ডানহাতি পেসার। এই পারফরম্যান্সের পর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং সাত নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। এবার কলকাতা টেস্টেও প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেয়ার লক্ষ্যে মাঠে নামবেন শামি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball