সময় এসেছে ঢেলে সাজানোরঃ সুজন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১৯ বছর অতিবাহিত করলেও এখনও সেভাবে উন্নতি করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে উন্নতি হলেও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে এখনও নবীন হয়ে আছে তারা।
এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ চান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাঁর মতে দেশের ক্রিকেটের অবকাঠামো ঢেলে সাজানোর এখনই উপযুক্ত সময়। আর এর জন্য ঘরোয়া ক্রিকেটের প্রতি বেশি জোর দেয়ার কথা জানান তিনি।

সুজন বলেন, 'আমি মনে করি আমরা টেস্ট ক্রিকেটে ভালো খেলছি না। অন্য দুই ফরম্যাটে তো আমরা ভালো ক্রিকেট খেলি। টি-টোয়েন্টিতে ধীরে ধীরে উন্নতি করছি আমরা, তবে টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য আসছে না, মানে ভালো ক্রিকেট খেলছি না আসলে। এখন সময় এসেছে ঢেলে সাজানোর।'
জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে ঘরোয়া ক্রিকেটের কাঠামো মজবুত করার বিকল্প নেই। এই বিষয়টি মানছেন সুজন নিজেও। পাশাপাশি অনুশীলনের উইকেটের প্রতিও জোর দিচ্ছেন তিনি।
সাবেক এই অধিনায়ক বলেন, 'আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করতে হবে, কারণ এখান থেকেই স্ট্যাকচারটি তৈরি হয়। আমরা যে উইকেটে অনুশীলন করবো বা খেলবো সেটাও বড় ব্যাপার।'
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের সর্বশেষ উদাহরণ ভারতের বিপক্ষে ইন্দোর টেস্ট। বিরাট কোহলিদের বিপক্ষে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি মাহমুদউল্লাহদের দল। ইনিংস এবং ১৩০ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।