promotional_ad

দায়িত্ব ছাড়ছেন স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালকের দায়িত্ব ছাড়তে চান দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। 


স্মিথের মতে বোর্ডের পরিচালক হিসেবে যতটা আত্মবিশ্বাস থাকার দরকার ছিল তাতে ঘাটতি রয়েছে তাঁর। পাশাপাশি দলের অবকাঠামোগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে বলে বিশ্বাস তাঁর। আর সেই কারণেই এই দায়িত্ব থেকে ইস্তফা দিতে চান সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। 



promotional_ad

টুইট বার্তায় স্মিথ বলেন, 'আমি এই দায়িত্ব নিতে ইচ্ছুক। যদিও আমি পরিবর্তন আনতে চেয়েছি কিন্তু আমি যথেষ্ট আত্মবিশ্বাসের জন্ম দিতে পারি নি যাতে করে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারি। 


অবশ্য নিজের স্থলাভিষিক্ত যিনি হবেন তাঁকে আগাম শুভেচ্ছা জানাতে ভোলেননি স্মিথ। তিনি বলেন, 'আমার জায়গায় যে এই দায়িত্ব নেবে তাঁকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই। আমি দলকে সমর্থন দিয়ে যাব এবং একই সঙ্গে উপদেশ ও নিদেশনা প্রদান করবো যতটা পারি।' 


দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭ টেস্ট ও ১৯৭ ওয়ানডে খেলেছেন গ্রায়েম স্মিথ। ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে একশ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সবচেয়ে বেশি টেস্ট জয়ে (৫৩) নেতৃত্ব দেওয়ার বিশ্বরেকর্ডও তার। ওয়ানডেতে তার অধীনে ১৫০ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball