জিততেই হবে, এমন চাপ নেইঃ মুমিনুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে নির্ভার থাকতে চান মুমিনুল হক। বুধবার সংবাদ সম্মেলনে প্রত্যাশার চাপকে দূরে রেখে খেলতে নামার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচে সুযোগের সদ্ব্যবহার করার প্রতি বেশি জোর দিচ্ছেন মুমিনুল। ভারতের মতো পরাশক্তিকে হারানোর স্বপ্নে বিভোর থাকতে চান না তিনি। নিতে চান না কোনো চাপ।

বাংলাদেশ দলপতি বলেন, ‘আমি মনে করি আমাদের কোনো চাপ নেই, আমরাও জানি, আপনারাও জানেন। আমাদের খুব বেশি প্রত্যাশা নেই। আমাদের সে রকম কোনো চাপ নেই যে জিততেই হবে। আমাদের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলা। ভারত সফরে আমরা সবাই যে সুযোগ পেয়েছি, সেটা সবাই কাজে লাগানোর চেষ্টা করব।’
মুমিনুলের বিশ্বাস প্রত্যাশার চাপ মাথায় না থাকলে দলের কাজটি সহজ হয়ে যাবে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘যখন সবাই মাঠে নামে তখন জেতার জন্যই নামে, আপনি যখন খুব বেশি প্রত্যাশা নিয়ে কথা বলবেন, তখনই অনেক চাপ তৈরি হবে।’
বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ইন্দোর টেস্ট। এরপর আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে দুই দল।