promotional_ad

রাজশাহীতে তিন সেঞ্চুরির ম্যাচ ড্র

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। পঞ্চম রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো এবং সিলেটের বিভাগের মধ্যকার ম্যাচটি ব্যাটসম্যানদের আধিপত্যে শেষ পর্যন্ত ড্র হয়েছে। ম্যাচটি ড্র হওয়ায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট বিভাগ।


টস হেরে আগে ব্যাটিং করা ঢাকা মেট্রো শামসুর রহমান শুভর ১১৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর অভিষেক হওয়া অমিত হাসানের ১২৫ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩৫১ রান সংগ্রহ করে সিলেট। ৪০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুবের ১৬৩ রানের ইনিংসে ৬ উইকেটে ৩৯৫ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। সিলেটের সামনে ৩৫৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা মেট্রো।


চতুর্থ দিনের প্রথম সেশন ব্যাটিং করে সিলেটকে লক্ষ্য তাড়ায় পাঠায় ঢাকা মেট্রো। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ভালো শুরু এনে দেন। কিন্তু সিলেটের দুই টপ অর্ডার ব্যাটসম্যান শানাজ আহমেদ এবং তৌফিক খানের ১২২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকে ম্যাচটি।


তৌফিককে ৭৫ রানে ফেরান নিহাদুজ্জামান। প্রথম ইনিংসে সিলেটের হয়ে সেঞ্চুরি করা আমিত হাসানকে দ্রুত সাজঘরে ফেরত পাঠান তাসকিন। ১৪ রান সংগ্রহ করতে সক্ষম হন অমিত।



promotional_ad

এরপর ৬১ রান করা শানাজকেও সাজঘরের পথ দেখান পেসার তাসকিন। কিন্তু সিলেটের অধিনায়ক অলক কাপালি এবং ছয়ে নামা ব্যাটসম্যান আসানুল্লাহ গালিব দলের হাল ধরেন। তাঁদের ধৈর্যশীল ব্যাটিংয়ে বিপদে পড়তে হয়নি সিলেটকে। 


৪৯ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তোলে সিলেট। নির্দিষ্ট দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।


সংক্ষিপ্ত স্কোরঃ 


ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৮৩.৫ ওভারে ৩১১/৮ ডিঃ (শুভ ১১৪, আল-আমিন ৬৯; রেজাউর ৫/৬০; এনামুল ৩/৮২)।


সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ১০১.৩ ওভারে ৩৫১/১০ (অমিত ১২৫, আহসানুল্লাহ ৫৯; শহিদুল ৩/৬৩, শরিফুল্লাহ ৩/৮৬)।



ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ১০১ ওভারে ৩৯৫/৬ ডিঃ (মার্শাল ১৬৩, আজমির ৮০; কাপালি ২/৫৯, এনামুল ২/১১৪)।


সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৪৯ ওভারে ১৮৭/৪ (তৌফিক ৭৫, শানাজ ৬১; তাসকিন ৩/২৪, নিহাদুজ্জামান ১/৬১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball