promotional_ad

ভারতের দুর্বলতা খুঁজছেন না মিঠুন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১৪ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হবে বাংলাদেশের। টেস্টের এক নম্বর দলের মুখোমুখি হওয়ার আগে তাদের দুর্বলতা নিয়ে নয়, বরং শক্তিমত্তার প্রতি গুরুত্ব দিতে চান বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।


রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে সম্প্রতি ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার দীর্ঘ পরিসরের ক্রিকেটে নতুন লড়াইয়ের অপেক্ষায় আছে তারা। এই লড়াইয়ে জিততে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই সেটি মানছেন মিঠুন। 



promotional_ad

প্রথম টেস্টকে সামনে রেখে তিনি বলেন, 'আমরা ওদের দুর্বলতা খোঁজার থেকে ওদের শক্তিশালি দিকটায় বেশি ফোকাস করছি। কারণ ভারতের মাটিতে এসে পৃথিবীর কোনো দলই সুবিধা করতে পারেনি। আমরা চেষ্টা করছি এখানে কিভাবে ভালো করতে পারি। আর  ভালো খেলতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।'


টেস্টে বিরাট কোহলির ভারতের বিপক্ষে বিশ্বের যেকোনো দলকেই সংগ্রাম করতে হয়। বিশেষ করে ভারতের বোলারদের বিরুদ্ধে প্রতিটি ব্যাটসম্যানকেই নামতে হয় আটঘাট বেঁধে। এই কারণে প্রতিপক্ষের বোলারদের নিয়ে কাজ করার কথা জানান মিঠুন।


জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, 'আমি এর আগেও বলেছি যে কোনো কিছুই সহজ হবে না। ওদের যে পাঁচজন বোলার আছে, তাদের কাউকেই সহজভাবে নেয়ার সুযোগ নেই। পাঁচজন বোলারই বিশ্বমানের। তাই একজন, দুইজন নির্দিষ্ট বোলারকে নিয়ে কাজ করবো, বাকিদের নিয়ে করবো না এমন না। যদি ভালো করতে হয় তাহলে পাঁচ জন বোলারকেই সিরিয়াসভাবে খেলতে হবে।'



আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। অপরদিকে তাদের প্রতিপক্ষ ভারত রয়েছে এক নম্বরে। ভারতের চেয়ে যোজন দূরত্বে থাকলেও টেস্ট সিরিজে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন মিঠুন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball