promotional_ad

৯ হাজারে দ্বিতীয় বাংলাদেশি কাপালি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন কীর্তি গড়েছেন অলক কাপালি। এই ফরম্যাটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় ঢাকা মেট্রোর বিপক্ষে এই কীর্তি গড়েন সিলেট বিভাগের অধিনায়ক।


৯ হাজার থেকে ১৩ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩২ রান করেন কাপালি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারি ক্লাবে নাম লেখান তিনি।



promotional_ad

১৬৬ ম্যাচ, ২৭৪ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁর উপরে কেবল তুষার ইমরান রয়েছেন। যিনি জাতীয় লিগের পঞ্চম রাউন্ড শুরু করেছেন ১১ হাজার ৫৬৪ রান নিয়ে।


২০১৭ সালেই ৯ হাজার রান পূর্ণ করেছিলেন তুষার। ১৪৪ ম্যাচ এবং ২৪৭ ইনিংস লেগেছিল তাঁর। ৯ হাজারি ক্লাবে পৌঁছানোর সময় খুলনার এই ওপেনারের সেঞ্চুরি ছিল ২২টি। অলক কাপালির সেঞ্চুরি বর্তমানে ২০টি।


প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাত্র চারজন ব্যাটসম্যান ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। রংপুর বিভাগের হয়ে খেলা নাঈম ইসলামের রান ৮ হাজার ৬২৬। সিলেট বিভাগের অবসর নেয়া ক্রিকেটার রাজিন সালেহ এই ফরম্যাটে রান করেছেন ৮ হাজার ৪৮১।



রাজশাহী বিভাগের ফরহাদ হোসেনের রান ৮ হাজার ৪০৩। মোহাম্মদ আশরাফুল, যিনি এবারের জাতীয় লিগে বরিশালের হয়ে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর বর্তমান রান ৮ হাজার ১৯০।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball