promotional_ad

রোহিতের কোন কথাটা তাঁতিয়ে দেয় ভারতের খেলোয়াড়দের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নাঈম শেখ এবং মোহাম্মদ মিঠুনের জুটিতে প্রায় দিকশূন্য হয়ে পড়ে ভারত। দলের ক্রিকেটারদের মাঝে নেমে আসে অলসতা। ম্যাচের হাল ছেড়ে দেয়ার অবস্থা হয় ভারতের। সে সময় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দলকে আবারও উজ্জীবিত করেন। তাঁর কয়েকটি কথা তাঁতিয়ে দেয় দলের ক্রিকেটারদের, জানিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।


১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা বাংলাদেশের ১২ রানেই দুই উইকেট তুলে নেয় ভারত। সে মুহূর্তে অনেকটাই স্বস্তিতে স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেটে নাঈম এবং মিঠুনের জুটি যত বড় হয়ে তত অস্বস্তিতে পড়তে থাকে ভারতীয় দল। এই দুই ব্যাটসম্যানের ৯৮ রানের জুটি ভাঙ্গার আগে প্রায় উদ্যম হারিয়ে ফেলে ভারতীয় ক্রিকেটাররা, এমনই জানিয়েছেন আইয়ার। ম্যাচ জয়ের স্বপ্ন মলিন হতে শুরু করে ভারতের।



promotional_ad

তখনই পুরো দলকে একত্র করেন অধিনায়ক রোহিত। ক্রিকেটারদের কিছু অনুপ্রেরণাদায়ক বাক্য শোনান অভিজ্ঞ এই ক্রিকেটার। এরপরই পুরো চিত্র বদলে যায়, ম্যাচের লাগাম ধরে রাখা বাংলাদেশকে চেপে ধরে ভারত।


দুর্দান্ত বোলিং, ফিল্ডিংয়ে ম্যাচটি নিজেদের করে নেয় তারা। শেষ পর্যন্ত ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। রোহিত শর্মার কথাগুলো দলের ক্রিকেটারদের ম্যাচ জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে, মনে করছেন আইয়ার।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ এই ক্রিকেটার বলেন, 'আমরা অনেক চাপে ছিলাম এবং আমরা জানতাম যে তারা খুব ভালো দল। আগের দুটি ম্যাচে তাদের খেলার মান দেখেছি আমরা, অসাধারণ ছিল। আমরা কিছুটা উদ্যমহীন হয়ে পড়ছিলাম কিন্তু তখন রোহিত আমাদের অনুপ্রেরণামূলক কথা শোনায়। ওই মুহূর্তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে ম্যাচ জিততেই হবে। আমি অবাক নই। তারা সব সময়ই খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে এবং তারা ভালো দল।'



তিন ম্যাচের সিরিজে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি হেরে পিছিয়ে পড়ে ভারত। রাজকোটে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজ সমতায় ফেরে দলটি। এরপর সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দলের দারুণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ যেতে রোহিতের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball