promotional_ad

নিজেকে ছাড়িয়ে গেলেন রুবেল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের প্রথম চার রাউন্ডে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। শুধু জাতীয় লিগেই নয়, দীর্ঘদিন ধরেই ফর্মের বাইরে তিনি। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে এসে রুবেল খুঁজে পেয়েছেন নিজের ফর্ম, গড়ে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল। ১৭.৪ ওভার বোলিং করে ৫১ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। রাজশাহীর ব্যাটিং লাইন আপ একাই ধংস করে দিয়েছেন খুলনা বিভাগের এই বোলার।



promotional_ad

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৮০ রানের বিনিময়ে ৬ উইকেট। নিজেকে ছাড়িয়ে সোমবার নতুন করে নিজের সেরা বোলিং ফিগার গড়েছেন রুবেল।


বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়নি এই ম্যাচের। দ্বিতীয় দিনের শেষের দিকে খেলা হয় ১২ ওভার। সেদিন রাজশাহীর কোনো উইকেট তুলে নিতে পারেনি খুলনা। তৃতীয় দিনের শুরু থেকেই রাজশাহী শিবিরে ধস নামান রুবেল।


দুই ওপেনার অভিষেক মিত্র এবং মিজানুর রহমানকে ফেরানোর পর মুক্তার আলী, সাব্বির রহমান এবং ফরহাজ রেজাকে সাজঘরের পথ দেখান তিনি। ৪০ রানে ৫ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান রুবেল।



বিরতির পর ফিরেই সুজন হাওলাদার এবং সানজামুল হকের উইকেট তুলে নিয়ে ৭ উইকেট পূর্ণ করেন রুবেল। তাঁর বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫১ রানে গুঁটিয়ে যায় রাজশাহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball