promotional_ad

বিসিসিআইয়ের পূর্ণমেয়াদী সভাপতি হতে যাচ্ছেন সৌরভ!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১০ মাসের জন্য নয়, পূর্ণ তিন বছরের জন্য সভাপতি পদে তাঁকে রাখার পরিকল্পনা করছে বিসিসিআই।


এ জন্য সংবিধান সংশোধনের উদ্যোগও নেয়া হয়েছে বলে জানা যায়। বিসিসিআই সূত্র থেকে জানায়, আগামী ১ ডিসেম্বর বিসিসিআইয়ের সাধারণ বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে। সেদিনই সিদ্ধান্ত নেয়া হবে কতদিনের জন্য বোর্ড সভাপতি পদে থাকছেন সৌরভ গাঙ্গুলি। সঙ্গে জয় শ??হকে সেক্রেটারি পদে বহাল রাখার সুপারিশ করা হবে।



promotional_ad

বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর থেকেই বেশ আলোচনায় ভারতের সাবেক এই অধিনায়ক। দেশের ক্রিকেটকে উন্নত করার জন্য একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। প্রথমবারের মতো দেশের মাটিতে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন গাঙ্গুলি।


এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে বেশি মনোযোগ দেবেন, দায়িত্ব নেয়ার সময়ই বলেছিলেন গাঙ্গুলি। সব মিলিয়ে, তিন বছর এই আসনে থাকলে ভারতের ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন তিনি, এমনটাই ধারণা সবার।


বিসিসিআইয়ের নতুন সংবিধানে বলা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থা ও বোর্ড মিলিয়ে যে কোনো পদে টানা ছয় বছর থাকলে, পরেরবার আর বোর্ডের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।



ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি ও সভাপতি পদে পাঁচ বছরেরও বেশি সময় কাটিয়ে বিসিসিআইর প্রেসিডেন্ট হয়েছেন গাঙ্গুলি। সে অনুসারে তিনি ১০ মাসের বেশি বোর্ড সভাপতি পদে থাকতে পারবেন না। একই নিয়মে সচিব জয় শাহকেও পদ ছাড়তে হবে আগামী জুলাইয়ে।


যে কারণে সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য জন্য তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন লাগে। সেই সমর্থন নিতে হয়তো সৌরভ-জয় জুটির সমস্যা হবে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball