ট্রফি আনতে ভারত যাচ্ছেন পাপন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দেখতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা। শেষ ম্যাচে জয়ী দলই জিতবে সিরিজ। বিসিবি সভাপতির ইচ্ছা, শেষ ম্যাচ জিতে ট্রফি নিয়ে দেশে ফেরার।
শুক্রবার মিডিয়াকে পাপন বলেন, 'আমি আসার সময় বলেছিলাম তৃতীয় ম্যাচে আবার যাবো। যাচ্ছিই যখন ট্রফি আনার জন্যই যাব, দেখা যাক ১৬ কোটি মানুষের দোয়া অবশ্যই কাজে লাগতে পারে।'

দিল্লীতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসেই উপভোগ করেন পাপন। মুশফিকুর রহিমের ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে।
রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য ছিলেন না পাপন। সেই ম্যাচে রোহিত শর্মার ৮৫ রানের সুবাদে বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর নাগপুরে। এই ম্যাচ জিতলে রীতিমতো ইতিহাস তৈরি করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। কেননা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথমবারের মতো ভারত সফরে গিয়েছে বাংলাদেশ।