মোসাদ্দেককে ছয় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজকোটে মোসাদ্দেক হোসেনের একই ওভারে ছয় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত শর্মা। যদিও তিনটির বেশি ছক্কা হাঁকাতে পারেননি ভারতের অধিনায়ক। বাংলাদেশকে গুঁড়িয়ে দেয়ার ম্যাচ শেষে গণমাধ্যমে এমনটা জানিয়েছেন রোহিত।
রোহিত বলেন, 'আমি চেষ্টা করেছিলাম ছয় বলে ছয়টি ছয় হাঁকাতে। কিন্তু চতুর্থ বলে আমি যখন ছয় মিস করি, তখন আমি সিঙ্গেলস নিয়ে নিই।

আমি দেখছিলাম একজন অফস্পিনার বোলিং করছে, আর বল ভেজা থাকায় কোনও টার্ন হচ্ছে না। তাই আমার পরিকল্পনা ছিল উইকেটে দাঁড়িয়ে ছয় মারা।'
ইনিংসের দশম ওভারে মোসাদ্দেক দেন ২১ রান। প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকান রোহিত। মোট ছয়টি ছক্কা ও ছয়টি চারে ৪৩ বলে ৮৫ রান করেন ডানহাতি এই ওপেনার।
ম্যাচ শেষে ব্যাটিং উইকেটে ছক্কা হাঁকানোর কৌশলও বাতলে দেন সময়ের সেরা এই ওপেনার। তিনি বলেন, 'ছয় মারতে আপনার পেশীশক্তি দরকার হবে না। আপনার দরকার হবে সময়মত বল হাঁকানো।
ব্যাটের মাঝ বরাবর খেলতে হবে। আপনার শরীর ঠিকঠাক মতো সোজা থাকতে হবে। আপনি যখন ব্যাটিং উইকেটে এসব বজায় রাখতে পারবেন তখনই ছয় হাঁকাতে পারবেন।'