promotional_ad

চাপ নিতে নারাজ সাদমান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সিরিজে বাংলাদেশের হয়ে ওপেন করবেন বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। 


তামিম-সাকিবদের অনুপস্থিতিতে এই সিরিজে সাদমানদের মতো তরুণ ক্রিকেটারদের ওপর থাকছে বাড়তি দায়িত্ব। টেস্টের এক নম্বর দলের বিপক্ষে ভালো খেলতে হলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাদের। যদিও ২৪ বছর বয়সী সাদমান বাড়তি চাপ নেয়ার পক্ষপাতী নন। বরং নিজেদের স্বভাবজাত খেলার প্রতি গুরুত্ব দিচ্ছেন তিনি। 



promotional_ad

সাদমান বলেন, 'অবশ্যই তারা (ভারত) অনেক শক্তিশালী দল। তবে তেমন কোনো চিন্তা নেই, ওদের বোলারদের নিয়ে বিশেষ করে তেমন চিন্তা নেই। আমরা এর আগে অনেক ভালো ভালো দলের সঙ্গেও খেলেছি। তেমন বাড়তি কোনো চাপ নিয়ে যাচ্ছি না, আমরা যেমন খেলি বা আমাদের দল যেমন খেলে, সবাই যদি সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ ভালো খেলবো।'  


ইন্দোরে  আগামী ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্টের স্বাদ পেতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ।  


বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ 



সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball