ক্যারিবিয়ানদের সিরিজ জয়ের মিশন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার (৯ নভেম্বর) লক্ষ্ণৌতে ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে এই ম্যাচটি। এর আগে রস্টন চেজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে সাত উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা।
ফলে এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে আছে জেসন হোল্ডারের দল। ম্যাচটিতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৫.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয় আফগানরা।

জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ নেন দুটি করে উইকেট। জবাবে রস্টন চেজের ৯৪ ও শাই হোপের ৭৭* রানের সুবাদে ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ম্যাচের আগে দুই দলে একাদশ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর।
শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ১৬ ও ১৭ নভেম্বর। ২৭ নভেম্বর শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমিয়ার, সুনীল আমব্রিস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, রস্টন চেজ, জেসন হোল্ডার, হেইডেন ওয়ালস জুনিয়র, খারি পিয়েরে, শেল্ডন কটরেল, কিমো পল, আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড।
আফগানিস্তান স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, জাভেদ আহমাদি, আফসার জাজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই, নবীন উল হক, ইকরাম আলিখিল এবং মুজিব উর রহমান।