ফিনিশিংয়ে আফিফ-মোসাদ্দেককেই চান মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি মোসাদ্দেক হোসেন এবং আফিফ হোসেন। দলকে ভালো ফিনিশিং এনে দিতে ব্যর্থ হন এই দুই অলরাউন্ডার। তবুও ফিনিশার হিসেবে মোসাদ্দেক-আফিফকেই চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের সংগ্রহ যখন ১৩ ওভারে চার উইকেটে ১০৩ রান, তখন উইকেটে আসেন আফিফ হোসেন। আট বলে ছয় রান করে ফেরেন তিনি। এরপর উইকেটে আসেন মোসাদ্দেক।

নয় বলে সাত রান করে অপরাজিত থাকেন তিনি। দুজনের একজনও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। ফিনিশিংয়ে আফিফ ও মোসাদ্দেক সফল না হলেও তাদেরকেই একাদশে চান মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি ওদেরকে কোনো দোষও দিব না। কারণ আফিফ যে ধরণের খেলা খেলে থাকে সেটাই চেষ্টা করছিল। হয়তো আজকে ব্যাট-বল এক করতে পারেনি।
আফিফ ও মোসাদ্দেক উভয়ের প্রতিই আমার আস্থা আছে। আমি মনে করি আমাদের পুরো দলেরই আস্থা আছে যে ওরা হয়তো পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ শেষ করতে পারবে।'
শেষদিকে মাহমুদউল্লাহর ২১ বলে ৩০ রানের ইনিংসেই দেড়শ পার হয় বাংলাদেশ। আফিফ-মোসাদ্দেকের ব্যর্থতা নিজের ঘাড়ে তুলে নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
তিনি বলেন, 'আমারো কিছুটা দোষ আছে। আমিও ১৯তম ওভারে আউট হয়ে গেছি। আমি যদি শেষ সময় পর্যন্ত থাকতে পারতাম হয়তো আরো কিছু রান করতে পারতাম।'