সাকিব না থাকায় মিরাজের বাড়তি প্রস্তুতি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সফরে সাকিব আল হাসানহীন টেস্ট স্কোয়াডে বাড়তি চাপ থাকছে স্পিনারদের। এ কারণে টেস্ট সিরিজ শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মিরাজ বলেন, 'সাকিব ভাইয়ের সঙ্গে আমার বোলিং জুটি আমার নিজের কাছেই খুব ভালো লাগে। সাকিব ভাই যখন বোলিং করেন একপ্রান্ত থেকে তখন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখতে পারি এবং ব্যক্তিগতভাবে অনেক সহায়তা পাই। যদি কোনো ঘাটতি কিংবা সমস্যা থাকে সাকিব ভাই আমাকে সাথে সাথে বলে।
এখানে সমস্যা আছে বা এখানে বল করলে ভালো হবে- এসব বলেন। আমি সেভাবেই কাজ করার চেষ্টা করি। এখন যখন সাকিব ভাই নেই, সে কারণে আমাকে নিজেকেও একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমার প্রস্তুতিটাও ভালো নিতে হবে।'

জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার শুধু ফিটনেস বা স্কিল নয়, মানসিকভাবেও প্রস্তুত হচ্ছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিনিয়তই ঘাম ঝরাচ্ছেন তিনি।
মিরাজ আরও বলেন, 'আমি গত এক সপ্তাহ খুব ভালো অনুশীলন করেছি। আমি শারীরিক ফিটনেস নিয়ে কাজ করেছি। জিম, রানিং, ব্যাটিং, বোলিং সব করেছি। বিশেষ করে আমার যেসব জায়গায় দুর্বলতা আছে ওগুলো নিয়ে কাজ করেছি। সবমিলিয়ে গত এক সপ্তাহ আমার স্কিল, ফিটনেস সব নিয়েই কাজ করেছি, যার কারণে আমি সন্তুষ্ট।
ভারতে যাওয়ার আগে এরকম একটা প্রস্তুতি দরকার ছিল। আমার নিজের জন্য অনেক ভালো হবে যদি আমি এটা মাঠে করে দেখাতে পারি। যেটুক প্রস্তুতি নিয়েছি সেটা যদি শতভাগ করতে পারি, আমার মনে হয় আমার জন্য অনেক ভালো হবে।'
ঘরের মাটিতে খেলা যেকোনো টেস্টে সাকিবের সঙ্গে বোলিংয়ে দারুণ সব জুটি বেঁধেছেন মিরাজ। এবার সাকিব নেই, অভিভাবক হিসেবে তাইজুল ইসলামকে ছাড়াও স্পিন কোচ ড্যানিয়েল ভেটরিকে পাচ্ছেন মিরাজ। ভারতের মাটিতে ভেটরির অভিজ্ঞতাও কাজে লাগাতে চান ২২ বছর বয়সী এই ডানহাতি স্পিনার।
'আমাদের সঙ্গে কোচ আছেন ড্যানিয়েল ভেটরি, আশা করি ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব এবং পরামর্শ পাব। আমরা যদি ওর পরামর্শ অনুযায়ী চলতে পারি, তাহলে হয়তো আমাদের সাফল্য আসার সুযোগ বেশি থাকবে।'- যোগ করেন মিরাজ।