ক্যারিবিয়ানদের এগিয়ে নিলেন রস্টন চেজ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের লক্ষ্ণৌতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাত উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ক্যারিবিয়ানরা।
টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৫.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়েছে আফগানরা। ক্যারিবিয়ান বোলারদের সম্মিলিত আক্রমণে সুবিধা করতে পারেনি রশিদ খানের দল।

জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ নেন দুটি করে উইকেট। আফগানদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রহমত শাহ। ৫৮ রান করেন ইকরাম আলীখিল। এ ছাড়া ৩৫ রান করেন অধিনায়ক আসগর আফগান।
মাঝারি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যেই দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এভিন লুইস (৭) ও শিমরন হেটমিয়ার (৩) উইকেটে থিতু হতে পারেননি।
এরপর ১৬৩ রানের জুটি গড়েন শাই হোপ এবং রস্টন চেজ। ১১টি চারে ১১৫ বলে ৯৪ রান করেন চেজ। মুজিব উর রহমানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি।
চেজ ফিরলেও ম্যাচ শেষ করে আসেন হোপ। ১৩৩ বলে পাঁচটি চারে ৭৭* রান করেন হোপ। ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ক্যারিবিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ৪৫.২ ওভারে ১৯৪/১০ (রহমত শাহ ৬১, ইকরাম আলীখিল ৫৮; জেসন হোল্ডার ২/২১)।
ওয়েস্ট ইন্ডিজঃ ৪৬.৩ ওভারে ১৯৭/৩ (রস্টন চেজ ৯৪, শাই হোপ ৭৭*; মুজিব উর রহমান ২/৩৩)।