promotional_ad

ক্যারিবিয়ানদের এগিয়ে নিলেন রস্টন চেজ

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের লক্ষ্ণৌতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাত উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ক্যারিবিয়ানরা।


টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৫.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়েছে আফগানরা। ক্যারিবিয়ান বোলারদের সম্মিলিত আক্রমণে সুবিধা করতে পারেনি রশিদ খানের দল।



promotional_ad

জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ নেন দুটি করে উইকেট। আফগানদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রহমত শাহ। ৫৮ রান করেন ইকরাম আলীখিল। এ ছাড়া ৩৫ রান করেন অধিনায়ক আসগর আফগান।


মাঝারি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যেই দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এভিন লুইস (৭) ও শিমরন হেটমিয়ার (৩) উইকেটে থিতু হতে পারেননি।


এরপর ১৬৩ রানের জুটি গড়েন শাই হোপ এবং রস্টন চেজ। ১১টি চারে ১১৫ বলে ৯৪ রান করেন চেজ। মুজিব উর রহমানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি।



চেজ ফিরলেও ম্যাচ শেষ করে আসেন হোপ। ১৩৩ বলে পাঁচটি চারে ৭৭* রান করেন হোপ। ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ক্যারিবিয়ানরা।


সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ৪৫.২ ওভারে ১৯৪/১০ (রহমত শাহ ৬১, ইকরাম আলীখিল ৫৮; জেসন হোল্ডার ২/২১)।
ওয়েস্ট ইন্ডিজঃ ৪৬.৩ ওভারে ১৯৭/৩ (রস্টন চেজ ৯৪, শাই হোপ ৭৭*; মুজিব উর রহমান ২/৩৩)।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball