ভারতও মরিয়া, আমরাও মরিয়াঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দিল্লীতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতায় দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সিরিজ জয়ের দিকেই মূল নজর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। অপরদিকে রোহিত শর্মার ভারতও সিরিজে ফিরতে মরিয়া।
রাজকোটে দ্বিতীয় ম্যাচ শুরুর আগের দিন মাহমুদউল্লাহও যেন সেই চ্যালেঞ্জ লুফে নিলেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, 'ভারত হয়তো মরিয়া হয়ে আছে। আমরা চেষ্টা করছি। আমরাও মরিয়া হয়ে আছি। কারণ এটা অনেক বড় একটি সুযোগ আমাদের জন্য বা আমাদের ক্রিকেটের জন্য।

যেহেতু আমরা প্রথমবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছি। সিরিজ জিততে পারলে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন হয়ে থাকবে।'
অনুশীলনেও নিজেদের সবটুকু ঢেলে দিচ্ছেন আফিফ হোসেন, সৌম্য সরকাররা। এমনটাও বলেছেন মাহমুদউল্লাহ। সিরিজের প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে পুরো দলে।
টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, 'যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আমরা এটা নিয়ে বসে নেই, কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সবাই কষ্ট করছে, সবাই তাদের সেরাটা অনুশীলনে দেয়ার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছি যেন কাঙ্খিত ফলাফল আমরা করতে পারি।'
যদিও প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভারতকে শক্তিশালী বলতে একটুও দ্বিধাবোধ করছেন না মাহমুদউল্লাহ, 'ভারত ওদের ঘরের মাটিতে কতটা শক্তিশালী সেটা শেষ ১২-১৩ টি সিরিজে প্রমাণ করেছে। সেদিক থেকে আমি বলব যে একটা বড় অর্জন হবে যদি আমরা সিরিজ জিততে পারি।'