আফিফের সঙ্গে একমত নান্নু

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিলেও সিরিজ জয়ে এখনই নজর দিচ্ছে না বাংলাদেশ। এই প্রসঙ্গে আফিফ হোসেনের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার (৬ নভেম্বর) ভারতের রাজকোটে গণমাধ্যমকে নান্নু বলেন, 'এটা তো অনেক বড় অর্জন। ভারতের মাঠে ভারতকে হারানো। ক্রিকেটারদের আত্মবিশ্বাস আছে এখন। রাজকোটের ম্যাচটিকে আমরা আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি।
এখানে সিরিজ নিয়ে চাপ নিচ্ছি না। আমার মনে হয় সিরিজ নিয়ে ক্রিকেটাররা চিন্তা করছে না একদম। একটা নির্দিষ্ট ম্যাচ নিয়েই চিন্তা করছে। সেই চাপ না থাকাই ভালো।'

এর আগে গত ৫ নভেম্বর গণমাধ্যমকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন বলেন, 'সিরিজ হারা বা জেতার পরিকল্পনা এখনই করছি না। আমরা আমাদের কাজে মনযোগ দেয়ার চেষ্টা করছি।
আমরা সেরা পারফর্মটা করলে যা হওয়ার সেটা পরে হবে। আমাদের সেরা পারফর্মটা করার চেষ্টা করবো। আমাদের সবার জায়গা থেকে।'
যদিও ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুইটি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, এমনটা বিশ্বাস নান্নুর।
প্রধান নির্বাচক আরও বলেন, 'যেহেতু টি-টোয়েন্টি খেলা, এখানে আগাম বলা মুশকিল যে দল কেমন খেলে। এটাও মাথায় রাখতে হবে টি-টোয়েন্টি দল হিসেবে ভারত আমাদের চাইতে অনেক অভিজ্ঞ।
আমাদের ক্রিকেটাররা যদি আগামীকাল সেরাটা দিতে পারে তাহলে ভালো ক্রিকেট দেখার অপেক্ষা থাকবে। গত ম্যাচ যেহেতু জিতেছে সেই মোমেন্টামটা যদি কাজে লাগাতে পারে, ইনশাআল্লাহ্ জিতলে তো সিরিজটা পেয়েই গেলাম।'