গোলাপি বলেও অভিন্ন প্রত্যাশা রাজ্জাকের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি ভারত সফরে কলকাতায় প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। দিবা-রাত্রির টেস্টে খেলা হয় গোলাপী বল দিয়ে। দিবা-রাত্রির এই টেস্টে গোলাপি বলেও বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস আব্দুর রাজ্জাকের।
বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন, ভিন্ন বল দিয়ে খেললেও তাঁর প্রত্যাশা বদলে যাচ্ছে না। এই ম্যাচে বাংলাদেশ জেতার জন্য যদি লড়াই করে তাহলেই তিনি খুশি। মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে এ কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি সিরিজ। আর গোলাপি বলের কথা বললে বলতে হবে যে লাল বলে যা আশা করি গোলাপি বলেও সেটা আশা করি। বাংলাদেশ দল জেতার জন্য যা যা করা দরকার সেগুলো করলেই আমি খুশি হব।'
বাংলাদেশ দল যেন ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারে এই কামনাই করছেন রাজ্জাক, 'আমি নিশ্চিত আপনারাও এর বাইরে কেউ নেই। অবশ্যই আশা থাকবে বাংলাদেশ দল যেন ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারে।'
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু হবে। গোলাপি বলের এই টেস্টকে আকর্ষণীয় করে তুলতে সব রকমের চেষ্টা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।