আইপিএলে আসছে বদলি ক্রিকেটারের নিয়ম
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে চালু হতে পারে নতুন নিয়ম। আইপিএলে আসতে যাচ্ছে পাওয়ার প্লেয়ার৷ এই নিয়ম অনুযায়ী ১১ জনের বদলে ১৫ জনের টিম লিস্ট দিতে পারবে দলগুলো। এরপর কোনো ওভারের মাঝে কিংবা উইকেট পড়ার পর ক্রিকেটার পরিবর্তনের সুযোগ থাকবে।
বদলি ক্রিকেটারের নাম দেয়া হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’। আইপিএল শুরুর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলিতে এই নিয়ম চালু করার ভাবনা আছে বোর্ডের, এমনটা প্রতিবেদনে লিখেছে টাইমস অফ ইন্ডিয়া।

ধরা যাক, শেষ ওভারে কোনো দলের ২০-২২ রান প্রয়োজন। কোনও কারণে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে একদম প্রথম থেকে খেলায়নি। সেক্ষেত্রে শুধুমাত্র শেষ ওভারের জন্য রাসেলকে নামিয়ে দেওয়া যাবে। তবে রাসেলের নাম ১৫ সদস্যের তালিকায় অবশ্যই থাকতে হবে।
যদিও এই নিয়ম চালু হবে কিনা তা এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। তবে, প্রাথমিকভাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভায় এই প্রস্তাবে সম্মতি মিলেছে।
জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায়ও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ আইপিএলের জৌলুস আরও বাড়ানোর লক্ষ্যে এই নিয়মটি পছন্দ করেছেন সভায় উপস্থিত সকলেই।