promotional_ad

ক্যানবেরায় মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় দুপুর ২ টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 


এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে এই ম্যাচে যে দল জিতবে তারাই এগিয়ে যাবে।


সিডনিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৫ ওভারে পাঁচ উইকেটে ১০৭ রান করে পাকিস্তান। জবাবে ৩.১ ওভারে বিনা উইকেটে ৪১ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে আর একটি বলও মাঠে গড়ায়নি।



promotional_ad

দ্বিতীয় ম্যাচের আগে দুই দলের একাদশে পরিবর্তন আসার তেমন কোনও সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশেই ভরসা রাখতে পারে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।


সেক্ষেত্রে যথারীতি মিডল অর্ডারে খেলবেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। কাঁধে হালকা ইনজুরি থাকা সত্ত্বেও তাঁকে একাদশে রাখার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।


এ ছাড়া বোলিং আক্রমণে থাকবেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা। 


পাকিস্তান মাঠে নামতে পারে তিন পেসার নিয়ে। পেস আক্রমণ সামলানোর জন্য দ্বিতীয় ম্যাচের একাদশেও থাকতে পারেন মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান এবং ওয়াহাব রিয়াজরা। এ ছাড়া ব্যাট হাতে মিডল অর্ডার সামলাবেন আসিফ আলী, ইফতিখার আহমেদরা।   



অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন ম্যাকডারমট, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।   


পাকিস্তান একাদশ (সম্ভাব্য): বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান/ মোহাম্মদ মুসা ও ওয়াহাব রিয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball