promotional_ad

বায়ু দূষণ কোনো ব্যাপারই নাঃ মুশফিক

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দিল্লিতে বায়ুদূষণ হওয়ার কারণে অনিশ্চয়তার ছিল বাংলাদেশ বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। অবশেষে ম্যাচটি হলো। জিতল বাংলাদেশ। জয়ের নায়ক মুশফিকুর রহিম জানালেন, ম্যাচের উত্তেজনায় বায়ুদূষণের বিষয়টি মাথায়ই ছিল না তাঁর।


দিপাবলির পর দিল্লির বায়ুদূষণ এতোটাই অসহনীয় পর্যায়ে যায় যে ভারতের পরিবেশবীদরাও ম্যাচটি হওয়ার বিপক্ষে ছিলেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে তারা অনুরোধও করেন ম্যাচটি অন্য ভেন্যুতে স্থানান্তরের জন্য। 



promotional_ad

কিন্তু ম্যাচ স্থানান্তর করেননি সৌরভ। এদিকে বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছানোর পর অনুশীলনেও ব্যবহার করেছে মাস্ক। যদিও খেলার মাঠে মাস্কের দরকার পড়েনি মুশফিক-মাহমুদউল্লাহদের। দাপুটে বিজয় ছিনিয়ে এনেছেন তাঁরা। 


ম্যাচ শেষে মুশফিক বলেন, 'আপনি যদি আমাকে জিগ্যেস করেন আমি বলব আমি কার বল খেলব বা কীভাবে খেলব সেটা নিয়ে চিন্তা করছিলাম। বায়ু দূষণ নিয়ে চিন্তা করিনি। এটা কোনো ব্যাপারই না।'


এবারই প্রথমবারের মতো পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ। ৪৩ বলে ৬০* রান করে ম্যাচ জেতানো মুশফিকের মধ্যে ছিল ভারত বধ করার পূর্ণ স্পৃহা।
 
মুশফিক আরও বলেন, 'ভারতের সাথে খেলা। এতো লোকের মাঝে খেলা। এই কন্ডিশনে খেলা। এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। ভারতকে সবসময় পাই না আমরা। আর এই প্রথম ভারতের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছি। এটার কাছে বায়ু দূষণ কোনো ব্যাপারই না।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball