নাবিলের আক্ষেপের দিনে এগিয়ে যুবারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ব্যাটসম্যানদের কৃতিত্বে বড় লিডের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১৩৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের প্রথম দিনই সফরকারীদের থেকে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। শাহিন হোসেনের সাত উইকেটে প্রথম ইনিংসে শ্রীলঙ্কান যুবাদের ১৮৪ রানে গুটিয়ে দেয় অমিত হাসানের দল। জবাবে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩২১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ নাবিল আলভী হক দ্বিতীয় দিন দারুণ শুরু করেন। ১৩৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন ওপেনার নাবিল। ৯৮ রানের ইনিংস খেলে ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি।

হাফ সেঞ্চুরি করার পর আলভীও আর ইনিংস বড় করতে পারেননি। ৭২ রান করে বিদায় নেন তিনি। তাঁদের বিদায়ের পর শাহাদাত হোসেন ৫০ রানের ইনিংস খেলেন। এরপর আর কোনো ব্যাটসম্যান থিতু হতে পারেননি।
মেহরাব হোসেন ১৫ রান করে অপরাজিত আছেন। তাঁর সঙ্গী হিসেবে আছেন ৩ রান করা আশিকুর রহমান রুহিত। দুই উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন কুশান বিক্রমাসিংহে, দুলিথ ভেল্লালাগে এবং নিপুন ধনঞ্জয়া। একটি করে উইকেট নেন অ্যামিশ ডি সিলভা এবং রুভিন পেইরিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ৫৪.৩ ওভারে ১৮৪/১০ (বিক্রমাসিংহে ৭৩, গামাগে ৪৭; শাহিন ৭/৬২, রুহিত ২/৬০)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ১১২ ওভারে ৩২১/৮ (নাবিল ৯৮, আলভী ৭২; বিক্রমাসিংহে ২/১৯, নিপুন ২/২৩)।