ওয়ানডেতেও হারের বৃত্তে বন্দী জাহানারা-রুমানারা

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও হারের বৃত্তে বন্দী বাংলাদেশ নারী দল। তাঁরা দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ২৯ রানের ব্যবধানে হেরেছে। পাকিস্তানের দেয়া ২১৬ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়েছে ১৮৬ রানে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানেই মুরশিদা খাতুনের (৪) উইকেট হারায় বাংলাদেশ। এরপর রানের খাতা খোলার আগে আউট হয়েছেন সানজিদা ইসলাম। একপ্রান্ত আগলে রেখে ওপেনার শারমিন আক্তার আউট হয়েছেন ২০ রান করে।
চতুর্থ উইকেটে ফারজানা হককে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন রুমানা আহমেদ। ফারজানা ২৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। রুমানা আউট হয়েছেন ২৮ রান করে। এরপর একপ্রান্ত আগলে রেখে নিগার সুলতানা খেলেছেন ৫৮ রানের ইনিংস।
শেষদিকে সালমা খাতুনের ২০ রান ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে ৪৭.৪ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন সানা মির। একটি করে উইকেট পেয়েছেন ডায়না বেগ, সাদিয়া ইকবাল, আলিয়া রিয়াজ এবং নাশরা সান্ধু।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৫৯ রান যোগ করেন পাকিস্তানের দুই ওপেনার নাহিদা খান এবং সিদরা আমিন। সিদরা ২১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই আউট হয়ে গেছেন জাভেরিয়া খান।
তৃতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়েন পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ এবং ওপেনার নাহিদা। এই দুজনে যোগ করেন ৬৯ রান। বিসমাহ ৪৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।
এর পরপরই ফিরে যান ওপেনার নাহিদা। তাঁর ব্যাট থেকে এসেছে ৯৭ বলে ৬৮ রানের ইনিংস। মিডল অর্ডারে ওমাইমা সোহেল দ্রুত ২৯ রান করে আউট হয়েছেন। সানা মির আউট হয়েছেন ২ রান করে।
লোয়ার মিডল অর্ডারে আলিয়া রিয়াজ দ্রুত ৩৭ রান করে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন। ডায়না বেগ আউট হন ১ রান করে। এরপর সিদরা নওয়াজ (১০) এবং সাদিয়া ইকবালকে একই ওভারে ফিরিয়ে পাকিস্তানকে অল আউট করে দেন পান্না ঘোষ।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন জাহানারা আলম। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার এবং পান্না ঘোষ। ১টি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন এবং ফাহিমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ৫০ ওভারে ২১৫/১০ (নাহিদা ৬৮, মারুফ ৩৯, রিয়াজ ৩৭; জাহানারা ৩/৪৪, নাহিদা ২/১৫)
বাংলাদেশঃ ৪৭.৪ ওভারে ১৮৬/১০ (ফারজানা ২৭, রুমানা ২৮, নিগার ৫৮; সানা ৩/৪৯)