promotional_ad

পাকিস্তানকে অল্প রানে বেধে রাখলেন জাহানারা-পান??নারা

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২১৫ রানে অল আউট হয়েছে পাকিস্তান নারী দল। মূলত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।


এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার নাহিদা খান এবং সিদরা আমিন। সিদরা ২১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই আউট হয়ে গেছেন জাভেরিয়া খান।


তৃতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়েন পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ এবং ওপেনার নাহিদা। এই দুজনে যোগ করেন ৬৯ রান। বিসমাহ ৪৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।



promotional_ad

এর পরপরই ফিরে যান ওপেনার নাহিদা। তাঁর ব্যাট থেকে এসেছে ৯৭ বলে ৬৮ রানের ইনিংস। মিডল অর্ডারে ওমাইমা সোহেল দ্রুত ২৯ রান করে আউট হয়েছেন। সানা মির আউট হয়েছেন ২ রান করে।


লোয়ার মিডল অর্ডারে আলিয়া রিয়াজ দ্রুত ৩৭ রান করে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন। ডায়না বেগ আউট হন ১ রান করে। এরপর সিদরা নওয়াজ (১০) এবং সাদিয়া ইকবালকে একই ওভারে ফিরিয়ে পাকিস্তানকে অল আউট করে দেন পান্না ঘোষ।


বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন জাহানারা আলম। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার এবং পান্না ঘোষ। ১টি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন এবং ফাহিমা খাতুন।


সংক্ষিপ্ত স্কোরঃ



পাকিস্তানঃ ৫০ ওভারে ২১৫/১০ (নাহিদা ৬৮, মারুফ ৩৯, রিয়াজ ৩৭; জাহানারা ৩/৪৪, নাহিদা ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball