promotional_ad

নিজ দেশে কোচিংয়ে ফিরলেন ওয়ালশ

ছবিঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই পেস বোলিং কোচ সহকারী হিসেবে কাজ করবেন গুস লগির সঙ্গে।


গত মাসেই ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন লগি। এখনও নারী দলের জন্য পূর্ণকালীন প্রধান কোচ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কোচ রায়ান গ্রিফিতকে। দুই নতুন কোচের অধীনে ক্যারিবীয় মেয়েরা মাঠে ভালো পারফরম্যান্স করবে বলে মনে করেন প্রধান কোচ লগি।


নতুন দুই কোচকে স্বাগত জানিয়ে লগি বলেছেন, 'আমাদের প্লেয়ারদের সঙ্গে কাজ করবেন এই অঞ্চলের সেরা বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা এবং কোচেরা। কোর্টনি এবং রায়ান নারী দলের অনুশীলনে কঠোর পরিশ্রম করবেন এবং আমরা এর প্রতিফলন চাই মাঠে।'


নারী দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে ওয়ালশ বলেছেন, তাঁর মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের নারী বোলারদের মনোযোগ বৃদ্ধি করা। এই কিংবদন্তি পেসার জানিয়েছেন, সাবেক সতীর্থ্য গুস লগির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন সাবেক এই ক্যারিবীয় পেসার।



নতুন এই দায়িত্ব পেয়ে ওয়ালশ বলেছেন, 'গুসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমারা একসঙ্গে খেলার পর আর সুযোগ হয়নি এক সঙ্গে কাজ করার। আমরা চাই মেয়েরা এমন ক্রিকেট খেলুক যেমনটা তারা খেলতে পারে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball