এমসিসির হয়ে মাঠে ফিরছেন সাঙ্গাকারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কুমার সাঙ্গাকারা। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এবার ব্যাট-প্যাড পড়ে আবারও মাঠে নামছেন লঙ্কান এই কিংবদন্তি ব্যাটসম্যান।
কাউন্টি চ্যাম্পিয়ন এসেক্সের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে প্রথাগত উদ্বোধনী ম্যাচে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে খেলতে নামছেন তিনি। আগামী বছর (২০২০) ২৪-২৭ মার্চ এসেক্সের বিপক্ষে এমসিসির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

এই ম্যাচে এমসিসির দলকে নেতৃত্ব দেবেন সাঙ্গাকারা। কদিন আগেই তিনি প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির সভাপতির দায়িত্ব নিয়েছেন। এবার সেই দলের হয়েই আবার মাঠে ফিরছেন তিনি।
১৯৭০ সাল থেকে কাউন্টি চ্যাম্পিয়নদের সঙ্গে এমসিসির এই প্রীতি ম্যাচ খেলার রীতি চলে আসছে। ২০১১ সালের আগে ইংল্যান্ডের মাটিতেই এই ম্যাচ আয়োজন করা হতো।
২০১১ সাল থেকে বিদেশের মাটিতে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর এমসিসির এই ম্যাচ আয়োজন করা হয়েছিল দুবাইয়ে। এবার এই ম্যাচের ভেন্যু হিসেবে বেঁছে নেয়া হয়েছে শ্রীলঙ্কাকে।