সাকিব-তামিমের বদলি খুঁজতে চান ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত সফরে বাংলাদেশের স্কোয়াডে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আসন্ন সিরিজে এই দুই তারকার বদলি খুঁজতে চান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দলের তরুণ ক্রিকেটারদের মাঝেই সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো। ভারতের দিল্লিতে মিডিয়াকে ডমিঙ্গো বলেন, 'আমাদের দল ১৫ জনের। আমরা এদের প্রত্যেকের প্রতিই ভরসা করি। অবশ্যই আমাদের দলে সাকিব-তামিম নেই। যাদের বদলি খুঁজে বের করতে হবে।

তারা না থাকাতে দলের তরুণ ক্রিকেটারদের সামনে সুযোগ তৈরি হয়েছে। বদলি পাওয়া কঠিন হলেও আমাদের দলে কয়েকজন ভালো ক্রিকেটার আছেন যারা তাদের বদলি হতে পারেন।'
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শর্তসাপেক্ষে দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় এই সিরিজে নেই সাকিব। ভারত সফরের আগ মুহূর্তেই সব ধরনের ক্রিকেট থেকে অন্তত এক বছরের জন্য ছিটকে গিয়েছেন তিনি।
সাকিবের ব্যাপারে ডমিঙ্গোর মতামত, 'যে কেউ সাকিবের অনুপস্থিতি টের পাবে। সে দারুণ ক্রিকেটার, সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটাররা তাঁর ওপর অনেক নির্ভর করে। তাঁকে না পাওয়া অপূরণীয় ক্ষতি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।'
অপরদিকে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সফরে নেই তামিম ইকবাল। বিশ্বকাপের পর কেবল শ্রীলঙ্কা সফরেই ছিলেন তামিম। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ এবং জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।