'নিয়মিত অধিনায়ক' হতে চান না রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক চাপ কমাতে প্রতি সিরিজেই কোনো না কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়। এই সুবাদে বিশ্রাম পেয়ে থাকেন বিরাট কোহলিও। ভারতের অধিনায়কত্বের দায়িত্ব তখন সামলাতে হয় রোহিত শর্মাকে। ভারতের এই ওপেনার অবশ্য মাঝেমধ্যে পাওয়া অধিনায়কত্বই উপভোগ করেন। পুরো সময়ের জন্য অধিনায়কত্ব চান না তিনি।
সম্প্রতি রোহিত বলেছেন, 'আমি কখনোই চিন্তা করি না যে, তারা আমাকে এক সিরিজ বা দুই সিরিজের জন্য অধিনায়ক না করে পুরো বছরের জন্য কেন অধিনায়ক করে না! আমি এগুলো নিয়ে কথাও বলি না। যখনই সুযোগ আসে, আমি চেষ্টা করি একটি উদাহরণ তৈরি করার।'

যদিও ভারতকে নেতৃত্ব দেয়া বরাবরই সম্মানের বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ওপেনার। ভারতের হয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান দলের জয়ে অবদান রাখতে পারলেই সন্তুষ্ট।
রোহিত আরও বলেন, 'অধিনায়ক হওয়ার বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। ভারতের নেতৃত্ব পাওয়া সম্মানের। এটা বিষয় না যে এক ম্যাচ, দশ ম্যাচ নাকি একশ ম্যাচ আপনি ভারতকে নেতৃত্ব দিলেন।
আমরা যখন ছোটো ছিলাম। আমাদের স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা। ভারতের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্ন কখনোই দেখিনি। তাই অধিনায়ক হতে পারাটা বিশেষ সম্মানের। আমি আগেও দলকে নেতৃত্ব দিয়েছি। এই ব্যাপারে আমার দারুণ অভিজ্ঞতা।'
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৩ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।