promotional_ad

ফিক্সিং আমি করেছি, সাকিব নয়ঃ আশরাফুল

ছবিঃ আনিসুর রহমান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুয়াড়িদের কাছে প্রস্তাব পাওয়ার পরেও সংশ্লিষ্টদের কাছে না জানানোয় সব ধরণের ক্রিকেট থেকে শর্তসাপেক্ষে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। এই ঘটনায় মর্মাহত মোহাম্মদ আশরাফুল।


২০১৩ সালে বেশ কিছু ম্যাচ ফিক্সিং করার কারণে পাঁচ বছরের সাজা কাটিয়ে ক্রিকেটে ফেরা আশরাফুল মনে করেন, সাকিবের প্রতি শাস্তিটা একটু হলেও বেশি হয়ে গিয়েছে। দুর্দিনে সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।



promotional_ad

ক্রিকইনফোকে আশরাফুল বলেন, 'আমাদের বিষয়টি পুরো আলাদা। আমি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। আর সে (সাকিব) যে ফিক্সারদের বিষয়ে নীতি নির্ধারকদের কিছু জানায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি।


সাকিব এখন কি পরিমাণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলা কঠিন। তাঁকে নিয়ে অনেক বেশি সংবাদ হওয়া উচিত নয়। আমার সময়ে অনেক প্রতিবেদন হয়েছে এগুলো নিয়ে, যা আমার জন্যে কষ্টের ছিল।'


অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে যেভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছে, তাতে স্বস্তি পাচ্ছেন আশরাফুল। সাকিব ফিরে আসবে শক্ত হয়ে, এমনটা বিশ্বাস তাঁর। 



'আমি বিসিবির কোনো মাঠে খেলতে পারিনি। আমাকে লন্ডন গিয়ে খেলতে হয়েছিল। সাকিবের এমন কিছুই করতে হবে না। সে মিরপুরেই অনুশীলন করতে পারবে। আমি যেসব সমস্যায় পড়েছি, সাকিব ওগুলোতে পড়বে না। সাকিব-মাশরাফিরা প্রত্যাবর্তন করতে জানে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball