মানসিক অস্থিরতার কারণে বিশ্রামে ম্যাকওয়েল

ছবি: ছবিঃ সিএ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন গ্লেন ম্যাকওয়েল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার মানসিক অস্থিরতায় ভুগছেন। এ কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন তিনি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া দলের ফিজিও ড. মাইকেল লয়েড একটি বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন।

লয়েড বলেন, গ্লেন ম্যাকওয়েল মানসিক অস্থিরতায় ভুগছেন। এ কারণে অল্প সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি। ঠিক কী কারণে এমন হচ্ছে ম্যাকওয়েল তা খুঁজে বের করবেন এবং আমাদের কর্মকর্তাদের সাহায্য করবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য ইতোমধ্যেই ম্যাকওয়েলের বদলি ঘোষণা করেছেন। এই অলরাউন্ডারের বদলে দলে ডাক পেয়েছেন মারকুটে ওপেনার ডা'রসি শর্ট।
মানসিক অস্থিরতায় থাকলেও ভালো ফর্ম অব্যাহত ম্যাক্সওয়েলের।
৩১ বছর বয়সী এই অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ২৮ বলে ৬২ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং করা হয়নি তাঁর।