promotional_ad

স্মিথ-ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ১৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছিল অজিরা।


বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ১১৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে মাত্র ১৩ ওভারেই জয় তুলে নেয় অজিরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


যদিও ওপেনার ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪১ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন ওয়ার্নার। স্মিথ অপরাজিত ছিলেন ৩৬ বলে ৫৩ রান করে।



promotional_ad

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা শুরুতেই হারায় কুশাল মেন্ডিসের উইকেট। তিনি মাত্র ১ রান করে রান আউট হয়ে ফেরেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন কুশল পেরেরা।


২১ রান এসেছে দানুশকা গুনাথিলাকার ব্যাট থেকে। আভিষ্কা ফার্নান্দো করেছেন ১৭ রান। এ ছাড়া ওয়ানিদু হাসরঙ্গা, ইসুরু উদানা এবং লক্ষ্মণ সান্দাকান এই তিনজনই ১০ রান করে যোগ করেছেন। 


তাঁরা ইনিংস বড় করতে না পারায় ১৯ ওভারে লঙ্কানদের ইনিংস গুটিয়ে যায় ১১৭ রানে। অস্ট্রেলিয়ার হয়ে বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার এবং অ্যাডাম জাম্পা প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোরঃ 



শ্রীলঙ্কাঃ ১৯ ওভারে ১১৭/১০ (গুনাথিলাকা ২১, ফার্নান্দো ১৭, পেরেরা ২৭; জাম্পা ২/২০, স্ট্যানলেক ২/২৩)


অস্ট্রেলিয়াঃ ১৩ ওভারে ১১৮/১ (ওয়ার্নার ৬০*, স্মিথ ৫৩*; মালিঙ্গা ১/২৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball