সাকিবের নিষেধাজ্ঞায় তামিমের আবেগঘন বার্তা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ক্রিকেট মাঠের বাইরেও ঘনিষ্ঠ বন্ধু। এটা সবারই জানা। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আকস্মিক নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব। বন্ধুর এই নিষেধাজ্ঞায় আবেগঘন বার্তা দিয়েছেন তামিম।
নিজের ফেসবুক পাতায় তামিম লিখেছেন, আগামী এক বছর সাকিবকে ছাড়া খেলার কথা ভাবাটাও তাঁর জন্য কষ্ঠকর। তবে আগামী এক বছর পর এই দিনে একসঙ্গে অনুশীলন করতে পারবেন এবং খেলতে পারবেন ভেবে নিজেকে শান্তনা দিচ্ছেন দেশসেরা এই ওপেনার।

সাকিবের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে তামিম লিখেছেন, ‘১২ মাস তোমাকে আমাদের দলে পাব না, এটা ভাবাটাও কঠিন। সাকিব তুমি শক্তভাবেই ফিরবে এটাই কামনা করি। আগামী বছরের এই দিনে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে থাকবে এবং আমরা একসঙ্গে খেলব।’
২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে। তবে তাঁর এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়েছে।
আগামী এক বছর আইসিসির কোনো আইন অমান্য করলে দ্বিতীয় এক বছরও নিষেধাজ্ঞা ভোগ করতে হবে সাকিবকে। ২৯ অক্টোবর ২০১৯ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ৩০ অক্টোবর থেকেই মাঠে ফিরতে পারবেন সাকিব।